T3 || ঈদ স্পেশালে || লিখেছেন আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম
by
·
Published
· Updated
সুন্দর রাতের প্রতীক্ষায়!
ঝুল বারান্দার পাশেই মাধবী লতা আর হাসনা হেনার লতানো পুষ্পিত সবুজ কিছু ডাল।
আকাশ ছোঁয়ার ব্যর্থ চেষ্টা
তীব্র মিষ্টি মিষ্টি গন্ধে রাতে সারাটা বাড়ি মাতোয়ারা হয়ে থাকে।
পাতা বাহারের নানা রঙে দৃষ্টি জুড়ে মন কাড়ে,হাতের স্পর্শে অনুভব করি এক অনবদ্য অনুভূতি। কখন হবে রাত? আকাশে উঠবে ঝলমল চাঁদ,
ডাকবে রাত জাগা চীল , বাঁশ ঝারে ডাহুক,এক ঝাঁক বক আর হুতুম পেঁচার দল,অলস ভঙ্গিমায় পড়ে আছে সেই চেয়ার!
আমার ও একটি সুন্দর রাতের প্রতীক্ষায় !