কবিতায় বলরুমে অমিতাভ সরকার

অনুপূর্বা
ওরা কি ভেবেছে সেটা জানি না।
সে কি বুঝেছে তাও বুঝিনি।
আমি তো আমারই মন, এখানে
নিজের জগতে খুঁজি আহুতি।
ক্ষমা নিতে জেনো থামি অক্ষম।
অক্ষরে খর রোদ শব্দ।
শর ছোটে বাঘনখ অছিলায়
ভুল ভাবনার মূলে জব্দ।
ভুল করে ঠিক ভুল চিনতে
ফিরতে যে আমি আজও পারি না।
নারী তুমি জমা মনোকষ্টে
ভালোবাসা হেলা কিছু সও না।
পূর্বটা আমি তবু বুঝিনি।
নারী তুমি হাসো, দুর্বোধ্য।
তোমাকে পাওয়াটা আর হয় না।
তুমি নিজে তাই তো অপূর্ব।