কাব্য কথায় আনোয়ার শিপন
by
TechTouchTalk Admin
·
Published December 30, 2020
· Updated May 20, 2022
সম্পর্ক
মানুষ এত কাছে থেকেও মানুষ চেনেনা।
মানুষ এত কাছে থেকেও মন বোঝেনা।
মানুষ এত দুরে থেকেও মানুষ চেনে।
মানুষ এত দুরে থেকেও মন বোঝে।
কাছে কিংবা দুরের ঘরে সম্পর্কের
অভেদ সত্তায় ,জানা হয়নি পলায়ন
মানুষের আসল পরিচয়।
সাধের অন্তহীন কোলাহল দিনমান।
নাট্যমঞ্চে সাধুবেশী শঠের আস্ফালন।
পর্দার অন্তরালে মহাকারসাজি জমে,
শ্রেয়সী মায়ামরীচিকা কেনা চড়া দামে।
মোহমগ্ন মানুষ তবুও বাধেঁ শান্তির নীড়,
স্বপ্নিল সম্পর্কের জালে দ্বন্দ্বের ভিড়।
মেঘের ডানাায় নিয়ে আসে বুনোহাঁস,
নিরুদ্দেশ যাত্রায় ঝড়ের পূর্বাভাস।
হালের ভদ্রতা ছেঁড়াচুলে বাধেঁ খোপা।
কালের জতুগৃহে বাবুইয়ের মাথা সপা।
বিড়ম্বিত মানুষ সম্পর্কের ছিন্ন সুতোয়
নতুন ভোরের জীর্ণ চালা ছেয়ে যায়।
অনাচারী ষাড় বোধিবৃক্ষের ভাঙ্গে ডাল।
সালেকার আখিঁজলে ক্রোধের অনল।
আগুনমুখার বাঁকে অনাহারী নোনাজল।
জনমের সাধগুলো ঢেকেদেয় ক্ষুব্ধ পলল।
আলো-আধাঁরের অসম্পূর্ণ সম্পর্কের নিচে
রহস্যময় মানুষেরা নির্ভীক থাকে বেচেঁ।