কবিতায় বলরুমে অমিতাভ সরকার

বার্ধক্য
বাড়িতে সবার সাথে কটা কথা হয়
এসির বরফ ঘরে মানুষও যে মাছ
অবসরে বেড়ে চলে ঘরে থাকা কাজ
সময়ের শেষে গিয়ে কেউ রাজি নয়
দিনটায় শুরু শেষ আড়ি সেখানেই
বারবার চুপ যায় বারবার আসে
ভালোবাসা রোজ বাড়ে, দেখা প্রতিমাসে
ভাবনার চারপাশে কেউ আর নেই
আমি তবু ভুল করি কষ্টও যে পাই
নিজেকে যতই বলি আর তো হবে না
একা একা কোনো কাজ পারবেই না
আমার না-পারা দোষে দোষটা জানাই
ভাবা মানে ফিরে আসা সইবে না ত্বর
গরমে বেরোনো ভালো পাঁচটার পর।