T3 || শক্তি চট্টোপাধ্যায় || স্মরণে অমিতাভ সরকার

বিশ্বাস প্রার্থনীয়
সংসারে নিয়মের জটিল ব্যাকরণ
উন্নয়নে অনুধ্যান অশেষ দুর্মতি
বাস্তবতা শোনে না যে মনের বারণ
সাহিত্য চর্চা মানে পারিবারিক ক্ষতি
ঘরের লোকের ভোগ কেউ যে না দেখে
ভালোবাসা কানে-মুখে কথা গোঁজা সেই,
আসে আর চলে যায় সব একে একে
ভুলের হরেক চাপে মানুষ আর নেই…
সময় যন্ত্র হাতে অসামাজিক, রোগ
ভালো লেখা নিয়মিত মাথার খরচ
সম্পর্কের বোঝা দোষে ক্লিষ্ট অভিযোগ
আগের মতো পড়ার প্রতি নেই সে গরজ
বাঁচার ঠাণ্ডা লড়াই আকাশটা সাদা
আলোয় অলীক নেশা শান্তির আশায়
বস্তির প্রতিটি ঘরে সমস্যা আলাদা
শরীরটা তেতে পুড়ে খুঁটি বদলায়।