T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় আদিল সাদ

ফেরারী শঙ্খচিলের চিঠি
একটা ফেরারী জীবন বানাব
যেখানে সংসার ধর্ম বর্ণ শ্রেণী
আমাকে ছুটে আসবে না
আমি স্বাধীনতা পাব
আমার আমার মতন
আরেকটি শঙ্কচিল নিয়ে আসব
আমার কাছে রাতদিনের জন্য
সময় হলে বার্তা লিখে
চিঠির মতন উড়িয়ে দিব
ওর উড়ন্ত দুটি ডানায়
সেই চিঠিতে লিখে দিব
এদেশের পিশাচ গুলোর বর্বরতা
সেই চিঠিতে লিখে দিব
ধর্ষক নামে নরখাদকদের নির্মমতা
যারা আমার মা বোনের স্বাধীনতা হত্যা করে
আর থাকবে সে চিঠিতে লেখা
কোন পুরুষের অসহায়ত্ব বরনের কথা
যারা পাপিষ্ঠ কিছু নারীর কাছে
অসহায়ত্ব মেনে নিয়েছে
পুরুষ নামের স্বাধীনতা
খুঁজে আনতে বলব
এই শঙ্খচিলকে ।
পুরো জাতি জানবে
আমার ফেরারী জীবনের কথা
আর আমি এ সময়ে প্রতিবাদী হবো
সক্রেটিস হবো,কাল মার্কস হবো,লেনিন হবো ,
সর্বপর আমি মানুষ হবো
ফেরারী জীবনকে ভালোবাসার জন্য।