T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন অমিতাভ সরকার

চুমু বিষয়ক
সকাল থেকে বসে
সারাদিন কোনো ক্লাস নেই
ছেলেরা বলেছে বৃষ্টির দিনে ওরা আর কেউ পড়বে না
জোর করিনি
বইয়ের পাতাগুলো জলে ভিজে গেছে
হাওয়ায় ছাতার হাতলটা উড়ছে
আবহাওয়ার অনেক পরিবর্তন
জীবনটা কারোরই আগের মতো নেই
ছুটির এখনও আধঘণ্টা
আবারও মেঘ করে আসছে
হেডস্যার হঠাৎ ডেকে বললেন,
আপনার ছ’পিরিয়ডের ক্লাসটা সাত পিরিয়ডে দেওয়া ছিল।