T3 || দোল পূর্ণিমা || সংখ্যায় লিখেছেন অনিন্দিতা সেন

হৃদ-মাঝারে
শহর জুড়ে পথে পথে যত
ফাগুনরা আসে যায়
গীটারে মেসেজে ঝড় তুলে তুলে
ফাগুনের গান গায়।
ফাগুন ও পলাশ দেখা হল যেই
গড়িয়াহাটের মোড়ে
উড়ল আবীর পলাশের বুকে
সারা কলকাতা জুড়ে!
উড়ছে ফাগুন পুরুলিয়া জানে
পাথরে ভাঙছে ঢেউ
ফাগুন ও পলাশ ফাগুন ও পলাশ…
একলা দাঁড়িয়ে কেউ!
ভাঙছে আগল হৃদ-মাঝারে
রঙের আনাগোনা
খোঁপায় বাঁধা রক্তপলাশ
মাতাল করা পাগল বাতাস
বুকের গভীরে রং দেয়া নেয়া
স্বপ্নের জলসায়,
মালিকানা ওই মীড় তুলে যায়
মনের দরজায়।
শব্দ বাতাস এলোমেলো ছুঁয়ে
সুর টানে… সুর ছাড়ে
পলাশ প্রিয়া নন্দিনী হয়ে
বিশু পাগলের ঘরে!
উড়ছে আবীর উড়ছে ফাগুন
রক্তে রাঙা শিমুল
রাধার প্রেমে মাতোয়ারা আজ
সোনাঝুরির বাউল!