গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

মোক্ষ

মানুষ দেখলে আজকাল খুবই ভয় করে
মুখ দেখে বোঝা মুস্কিল সত্যিকার কী চায়

যেই মন দিয়ে কিছু পড়ছি, বা লিখছি অমনি কথা বলে বিরক্ত করা, একটুও ভাবে না, যে…

সম্পর্কেরও আগে স্বার্থ, তারপর কাজ

নিজেকে ছাড়া কাউকেই ভালোবাসে না

আজ এক তো কাল আরেক
যত মিশবেন ততই ঝামেলা

এ ঘর থেকে ঠিক পাশের ঘরে তাও ফোনে..
সময়ের প্রেক্ষিতে দৃষ্টিকোণও বদলায়

কেউ অপরিহার্য নয়

যাবতীয় যা কিছু এই খাবারের জন্যই
সবকিছুর মূলে ওই পেট
পেটের জ্বালা বড় জ্বালা, এরজন্যই মানুষ সবকিছু করতে পারে, এমনকি…

সকালে বৃষ্টি মানে বিকেলে রোদ উঠবে না এমন তো নয়

মনের মধ্যে বলবো বলবো ভাব থাকলে বলে ফেলুন

তীর বেরলে যেমন ফেরানো যায় না
পাখি ফস্কালেও আর…

বারবার বললেও যাদের খেয়াল থাকে না তাদের চিৎকার করেই বলতে হয়।

পরিচিতিটা যত ক্ষণিকের হোক না,
মনে রাখবেন, লোকসংখ্যা বাড়লেও ২৪ ঘণ্টাটা কিন্তু একই আছে

জলে নামলে গা একটু তো ভিজবেই
কাঁটা, কুমির, পানা – সবই এক জায়গায়

একটু গভীরে গেলেই দেখবেন…
সবার হদিশ আলাদা
রাগের অসুখও বিচিত্র

একই পথে কত শব্দ
কারোর সঙ্গে কারোর সখ্য নেই
ভেসে, ডুবে, তলিয়ে ওষুধকে আপন করতে ব্যস্ত

বেলা পড়ে আসছে
আলোচনার আলোও নিভু নিভু

সবাই তো সাঁতরে পার পাবে না।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।