কবিতায় বলরুমে অমিতাভ সরকার

যদি কোনোদিন ঝরা বকুলের গন্ধে …
জীবনের সব আকাশ নদী হয়ে ওঠে না, সব ভরসা মনকে কবিতার রাস্তা দেখাতেও পারে না, সব গল্প থেকে পছন্দের সিনেমাও তৈরি হয় না
ভাবনার সীমন্তিনী মেঘে বসন্তের শীত এসে ঢাকা পড়ে, জিও-র তারিখ শেষ হয়ে যায়, বিএসএনএল ভ্যালিডিটি কমিয়ে দেয়, অজান্তেই বুদ্ধির সংশয় বৃষ্টিতে সংসারে চাক্কা জ্যাম
বাইরে মেঘ ডাকে, একটু দাঁড়ালেই ঠাণ্ডা হাওয়া লেগে সর্দিগর্মি, আবহাওয়া সুযোগ দেখতে ব্যস্ত, কথার জন্মদিন গড়তে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অনুচ্চারিত লঙ্কা জয়, শব্দের বানরসেনার সুপারিশে মহাপুরুষের মুখ ঢাকা,
কত বয়স্ক মানুষ ঢিলেঢালা জামা গায়ে বাজারে বসে, দরদাম করতেও…, সিরিয়ালের নায়ক-নায়িকাদের অনেক বার করে বিয়ে হয়, ময়দান থেকে সল্টলেকে বইমেলার পালাবদলেও হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ আজও পুরানো হয় না।