গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

মাটির কাছে কবি
আপনাকে অনেকেই বুঝতে দেরি করে
কাজের মনোস্থিরতায় চিন্তার ভুলও হয়ে যায়
আপনি যা বলেন খুব একটা ভুল বলেন না
হয়তো বেশি বলে ফেলেন বলে মানুষের বুঝতে দেরি হয়
আপনি অনেক দেখেছেন
বস্তুত এক জীবনে এতটা দেখা যায় না
নিজেকে ভুল বোঝানোর যে সুযোগ আপনি এতদিন
সবাইকে করে দিয়েছেন
আপনার উচিৎ
সঠিক সময়ে সঠিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে সেই দোষ থেকে নিজেকে বার করে এনে
সবাইকে ভুল প্রতিপন্ন করা
বাইরে থেকে পরিস্থিতি সব সময় ভালো বোঝা যায় না।
সমস্যার বিজ্ঞানের শেষে জীবনে সেই ঈশ্বরই
চেষ্টা করুন
আমরাও এই বয়সে যখন চেষ্টা করছি
আমিও চাইব আপনিও…
বিষয় কমিয়ে ফেলে ছুটির উদ্দেশ্যের কাছাকাছি চলে আসুন পাড়ি দিন চেতনার ওই দূর পথে…
স্মৃতির ধারণ ও ধারণা সীমিত
আমরা যত এগোই তত বন্ধু হারাই
যত জমে তত কমেও
কবির পৃথিবী সীমিত
কার সঙ্গে জীবনে কিভাবে দেখা হবে সেটা বোঝা যায় না
বলা বন্ধ করলে চলবে না
আপনার কথাগুলোর ঠিকানা কী
দূরত্বের পরিধি ক্রমশ…
চিন্তা কতদূর
শ্রবণটা কোথায় যাচ্ছে সেটা জানেন
উৎকণ্ঠা এই বয়সে এসেও খোলা রোদের
মাথা গরমে দাঁড়িয়ে গেছে
মেয়েদের জীবনে কোনো ছুটি বা ছাড় নেই
রবিবারের জন্মদিনেও আরও বেশি কাজ
সস্তার তিন অবস্থা
বাবারা বড়ো মনের মানুষ হয়
মেয়ের বাবারা তো বটেই
হয়তো আরও বেশি
তবুও
সময়কে না বুঝে ভুল বকার অভ্যাসটা
এ বয়সে আমার আজও গেল না।