কবিতায় বলরুমে অমিতাভ সরকার

ধুলো
১|
তোমার জন্য মেঘ বানানোর ভাষা
পরিতাপ নিয়ে রোজনামচার
আলো ভরা প্রত্যাশা
২|
দিনরাত ছল কামনা পিছল
লোভ হতাশের ভিড়
কার কীসে ব্যথা আসা-যাওয়া ঋতু
মুহূর্ত অস্থির
৩|
গানের মধ্যে ডুবে ডুবে কবি
পথ খুঁজে সে কি পায়
পৃথিবী ঘুরছে দুষ্টুমি খিদে
হলাহল মোহনায়
৪|
বয়সের ঘরে গাছপাথরের ভয়
ভয় পাই তবু এমন দিনটা সত্যি যেন না হয়
৫|
জীবন ছুটছে সময়ের ভারে
দ্বন্দ্ব দু-নৌকায়
ভাবনা কখন পালটি খাবে
সবাই আশঙ্কায়
৬|
আকাঙ্ক্ষা মানে ভুল বোঝাবুঝি চাওয়া পাওয়া অভিনয়
কাজ নিয়ে আজ সকাতর অসুখ
অভিশাপে অন্যায়
৭|
একদিন ফিরে দেখি -কিছুই তো থেমে নেই
সব শেষে ক্ষতি জল ভরা দেশে
আমি সেই আমিতেই।