কবিতায় বলরুমে অমিতাভ সরকার

জীবন যেখানে দাঁড়িয়ে আটকে আছে
জীবন যেখানে দাঁড়িয়ে আটকে আছে
কাজের পাহাড়ে পথ মানে বহু দূর,
ব্যথা দিয়ে কথা আকাশের আরও কাছে
সুবিধার শেষে অসময়ে রাগ, ধুর।
গল্পের ঘরে শরীর দাওয়াতখানা
অসুখে বাড়ছে সহ্য মাংসপেশি
বয়সের বশে অবুঝের আনাগোনা
সব জায়গায় লাইনটা বড়ো বেশি।
সুখ খোঁজা দেনা কারণের ভাগী আমি
সাহসে খরচ একার শিখতে লাগে
খাবারের নামে ঋণটা মনের দামী
খবরের দেশে মানুষ বাঁচুক আগে।