গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

কাগজের জলরঙে তুমি
শরীর মানে চাবুক।
যেভাবে পেটাবেন সেইভাবেই তৈরি হবে।
তবে ধরনটা সবার একরকম তা তো নয়।
কারোর একটুতেই অনেক, কারো বা অনেক হয়েও কিছু না।
ঘটনাগুলোও ঘটে, তখন কিছু বোঝা যায় না, কেন এমন হলো, অন্য কিছুও তো হতে পারতো, আমার বেলায় কেন এসব – দেখতে গিয়ে অনেক পথ পিছনে যেতে হয়। কেউ থাকে না। মুখেও কিছু বলে না, জানলেও এড়িয়ে চলে যায়।
ইতিহাস চুপ মেরে এক কোণে পড়ে থাকে।
অন্ধকারের কবর থেকে যত্ন করে ঝাড়পোঁছ করে কথা বার করা বড়ই কঠিন।
ভগবান সবাইকে একই জীবন দেন না।