কবিতায় বলরুমে অমিতাভ সরকার

নান্দনিক
সকাল থেকেই সারাদিন পর পর কাজ
দুপুরবেলাও বিকেলে গড়িয়ে আজ এলো,
সন্ধ্যা একটু সবুজ হলেই আরও বেশি যে
রাত্তির শীতে ঠাণ্ডাটা গ্রামে জোরদার লাগে
আঁকাটা চলছে রংগুলো পথে হাঁটে রেখা
একাদের দলে ছোটোদের ভিড়টাও বাড়ে,
ভালো সে নিজেও ভাবনার খুব দরকারে
বিধাতার হাতে সকলেই যে নজরকাড়া
কথার ছবিতে পৃথিবী আলোর মেঘ নদী
মাপনি দিয়েই যন্ত্রণার আকাশটা চেনা
সোহাগের কোলে দূষণের দাম জ্বর ছাড়ে
আর্দ্রতার খোঁজে অনুভব বয়ে আনে ঘর
সংসারে সংযত থাকা ঠিক মনে হয়
গল্পের অল্পতা মধু আনে, বৃথা পরিচয়।