কবিতায় বলরুমে অমিতাভ সরকার

আজ যেজন্য…
কিছুই হলো না
দিনের আলো অনেকটা পথ গড়িয়ে গেছে
চিন্তাগুলো লাট্টুর মতো ঘুরপাক খেয়ে বাইরের বৃষ্টির শব্দের মধ্যেই ঘুমিয়ে পড়েছে
শহরটা ভিজে ভিজে গল্পের সুখ ঘ্রাণে ত্রস্ত
জল গরম করতে গিয়ে পুরোনো কাসার পাত্রটা কীরকম পরিষ্কার হয়ে গেল
চেতনা বলে প্রকৃতিরও একটা নীরব আক্ষেপ আছে
সময়ের সঙ্গে কলমের সদিচ্ছাটাও কমে যায়
পাহাড়ি পাকদণ্ডী আস্তাবলে অক্ষরগুলো সাইনবোর্ডে এখনো জ্বলজ্বল করছে
অঙ্ক ছুঁতেই জীবনে অন্যরকম এক রাত
বেশি লিখে কী হবে…
খাবার সে তো বেপাত্তা।