T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অমিতাভ সরকার

আমার উমা
১
উমা হয়ে জন্মাতে আর চাই না
উমাদের জীবনে বড়ো কষ্ট
মহাদেব তার ছিটেফোঁটাও পায় না
সব আছে আসলে কিছুই নেই
কেউ ভাবেও না
ভাবার ভান করে মাত্র
খালি কাজ আর কাজ
কাজ করেও কাজের শেষ নেই
২
সেই কোন বয়স থেকে করে যাচ্ছি…এখন আরও বেশি… রান্না করা, এটাওটা কাটাকুটি, তারপর আবার সব গোছানো…আরও দশটা হাত হলে ভালো হতো, সবাই মুখের সামনে পেয়ে যাচ্ছে, বলি না তাই জানতে পারে না…উমা ছাড়া শিবরা অসহায়
৩
মা দুর্গা সেজেগুজে আসবেন
চারদিন থেকে চলে যাবেন
কিন্তু যে দুর্গারা কষ্টের জীবনে
একটু স্বচ্ছন্দে একটু শান্তিতে মাথা গোঁজার জন্য দিনরাত প্রাণপাত করে চলছে, তাদের ভবিষ্যৎ…
সব উমাই যেন দুর্গা হয়ে উঠতে পারে, গরীব বলে, দেখতে খারাপ বলে কষ্ট না পায়, এদের অসহায় পেয়ে তার সুযোগও যেন কেউ না নেয়।