T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় অনিন্দিতা সেন

আমার উমা
আমার উমা দলিত্ কন্যা
পেলাম হঠাৎ মণিকর্ণিকার ঘাটে
খিদের জ্বালা বড়ই বালাই
শ্মশানে ফেলা উচ্ছিষ্ট চা’টে!
আমার উমার দুচোখে মায়া
স্কুলে যাওয়ার স্বপ্ন সাজায়
দড়ির খেলা ব্যালেন্সে হাঁটা
জীবনটা কঠিন তেমনই প্রায়!
আমার উমা বেজন্মা
নেই খোঁজ তার মায়ের কোথাও
রাম, শ্যাম, যদু থুতু ছুঁড়ে দেয়
জাত্যাভিমান টলেনা বোধহয়!
দলিত্ হলেও মেয়ের তকমা
শরীরে দেগে দেয় লোভের হাত
উমারা খুঁজে চলে স্নেহের কোল
বন্ধুতা নিরাপত্তার ছাত!
কখনো হিজরা কখনো বেধবা
কোল পেতে রাখে ঘাটেরই নারী
ব্যাথার ভার কিছু কম নয়
দলিতের চেয়েও দ্বিগুণ ভারী!
এই উমাদেরই হয় উত্তরণ
দাঁতে দাঁত চেপে লড়তে লড়তে
সাহস আর অদম্য জেদে
দেয়ালে পিঠ ঠেলে সরতে সরতে!
উঁচু জাত সেদিন কুর্নিশ করে
হীনমন্যতা সরিয়ে ঠেলে
ঠিকরে বেরোয় উমার আলো
অমানিশার ঘোর অন্ধকারে!