সাতে পাঁচে কবিতায় অপূর্ব শীট

হায়! চাঁদ !
আজ দোল পূর্ণিমায়
চাঁদেদের খুঁজে খুঁজে বের করা
অত সহজে হবে না
তবে
জোছনাদের নিয়ে চাঁদেরা আসবেই আসবে
আবছা শিশিরে মুখ ঘসে ঘসে ঝিঁঝিঁর ঝিল্লিতানে
হরিণীচাঁদেরা খসা শিমুলের পাতায় মর্মর ধ্বনি তুলবে
শুশুনিয়ার ঝর্ণাধারায় মুখ দেখবে রাত আটটায়
তারপর রুখুশুখু উপোষী মাঠঘাট পেরিয়েই
উঠোনে উঠোনে জোছনা ছড়িয়ে যে যার ঘুমিয়ে পড়বে
সাত-সক্কালেই দিন আন্তে পান্ত ফুরোবে তাদের
তাই
ভোর হতে না হতেই বাস ধরে ধরে
কলেজ মোড়ে এসে মোটরসাইকেলে যে যার উঠে পড়বে রাজমিস্ত্রির পিছনে পিছনে
কেউ কেউ বা খালিপায়ে ছুটবে
তারপর সকাল আটটা থেকে বিকেল সন্ধ্যে অব্দি
মাথায় ওপর ইঁটের পর ইঁট চাপিয়ে
সিমেন্ট বালি মাল মশলার জোগান দেবে
বাইপাস সড়কের আশপাশে..
নগরায়নের ফ্ল্যাটবাড়ির ছাদে ছাদে
চাঁদেরা ঘুরে বেড়াচ্ছে রোজ
আজ দোল পূর্ণিমায়
চাঁদেদের খুঁজে খুঁজে বের করা
অতসহজে হবেনা..