কবিতায় বলরুমে অমিতাভ সরকার

অভিমানের কবিতা
মনের বাজার ঘরে রোজ কেনা বই
কাজ ভাঙা দিন হয়ে রাতে যে গড়ায়,
সম্পর্কে আমি তোর কেউ আসলে নই
নীরব সত্যি কথা না বলা-ই তো রয়।
আকাশে হঠাৎ মেঘ আগুন ভিতরে
কবিতার পুজোপাঠে কোনো থামা নেই,
স্বস্তির নাগাল খোঁজে মিষ্টান্ন ইতরে
আসল সমস্যা হয় ব্যথা চিনতেই
মুখ চিনে ধুলো ঘাঁটা নিয়মটা করে
নিয়মের জল জমে ক্ষুধা জায়গায়,
দ্রোহের কক্ষপথে শপথ ঘোরে ফেরে
আপনাকে তুড়ি মিলে প্রত্যাশা পালায়
বাস্তবের ভালোবাসা টাকা ও গতরে
কে, কীরকম, ব্যবহার কিছুই ভুলি না
ভোগের গুঁতোয় ঠেলা সুখীও কাতর
পছন্দ না হলে আর কথাটা বলি না।