• Uncategorized
  • 0

|| অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় অভিক সাধু

শাস্তি

বনানী কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের এইচ.ও,ডি | সেদিন গাড়ি বের করতে গিয়ে দেখলেন ইঞ্জিনে সমস্যা আছে | অগত্যা এসি ভলভো ধরতে হলো | বাসে প্রচন্ড ভিড় আর রাস্তাতেও ট্রাফিক |
এক যুবক ভিড়ের সুযোগ নিয়ে বনানীর সাথে অসভ্যতা শুরু করে | উনি সরতে বললেও একবার সরে গিয়েই আবার আগের জায়গাতে ফেরে – ব্যাগ ধরার অছিলাতে বনানীর নিতম্বে হাত রাখে ! বনানী দাঁত চেপে সহ্য করেন | ক্লাসে ঢুকে চমকে দেখেন – ছেলেটি থার্ডবেঞ্চে ! ক্লাস শেষে ছেলেটিকে চেম্বারে ডাকেন | “নাম ?”
“অনিল ”
বনানী হিসহিসিয়ে বলেন “তুমি যা করেছো তার জন্য শাস্তি পেতে হবে | নিলডাউন”
“ম্যাম, এবারকার মতো ক্ষমা করুন |”
“নিলডাউন – হাত দুটো মাটিতে পেতে রাখো !” এরপর অনিলের মাটিতে রাখা হাতের উপর বনানী স্টিলেটো হিল সমেত দাঁড়িয়ে পড়েন | যখন পা সরান অনিলের হাত দিয়ে রক্ত পড়ছে | বনানী বলেন -“গেটআউট -ক্ষতটা কিছুদিন থাকবে : যেটা তোমাকে রিমাইন্ড করাবে অন্য কোনো মহিলার সাথে অসভ্যতা করার আগে |”
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।