T3 || ভ্যালেন্টাইনস ডে ও সরস্বতী পুজো || স্পেশাল এ অমিতাভ সরকার

সরস্বতীর ভ্যালেন্টাইন
একটা দিন
যেখানে শব্দের নামে খিদে দৌড়তে শুরু করে
দোকানে মেঘ নামে
পাড়ায় পাড়ায় বইপাড়ার স্বরচিত কবিতা
ভাবনাকে চিনতে অনেক বয়স হয়ে যায়
তবুও জল কমতি পড়ে না
বেকারত্ব বাড়ে গরম পড়ে অসুখ গিয়েও ফিরে আসে
পাখি আকাশ খোঁজে
সবশেষে দেখা যায়
গাছের থেকে গল্পের সোনারূপোর অনেক খবর
কাঁটাটা মুকুটে থাকলোই বা
কেউ তো দেখতে পাচ্ছে না…