কবিতায় বলরুমে অমিতাভ সরকার

নিউটাউন
শব্দের আতর নামা ছবির দিঘল স্টেশন
না আসলে বোঝা যায় না কাঠ কাটতে গিয়ে জলের পুকুর খোঁজার আনন্দ কতটা
বিশ্ব বাংলার লোগোর নিচে
সুড়ঙ্গের রূপ জুড়ানো ভিড়
পাখিরা সব যোগাড়যন্ত্র সেরে পড়তে বসেছে
ঘরবাড়ি ছেড়ে দূর দূরান্ত থেকে পথটাও এই জঙ্গলে
সবার আচরণে ভূমিক্ষয়ের ছাপ স্পষ্ট
ম্যাপ ঘুরতে ঘুরতে চোখের ব্যামো কেটে আকাশটা আরও আলো হাওয়ার রাজ্যে জবরজং
মাটিতে চরণ পড়তে না পড়তেই দোকানের সব রুটি শেষ
আবার পরের ব্যাচ যদি