কবি স্মরণে অমিতাভ সরকার
by
·
Published
· Updated
১| আমার রবীন্দ্রনাথ
তারাদের নিয়ে সাথে চলা।
প্রত্যহ।
জীবনে জীবনদীপ।
অদৃশ্য শক্তি জেনো জীবনের জোয়ারভাঁটার জলে
কিভাবে সে দাঁড় বেয়ে যায়।
মনের গর্ভগৃহে পূজো চলে। রোজই।
অচেনা,অদেখা ভালোবাসা।
নিরাকার।
ইষ্টকথার মতো ভঙ্গুর বুভুক্ষু হৃদয়ের ভিটামিন ভিটেমাটিহারাদের মাটি দেয়।
রোজ রোজ প্রাণায়াম।
প্রাণের শক্তি মিশ্রিত, জড়িত হওয়া পৃথিবীর প্রাণে হৃদয়ের রসায়নে বিক্রিয়া করে চলে।
আনন্দের আনন্দমেলা।
তিনি নেই।থাকবারও কথা নয়।
দেহ পুড়ে বেঁচে থাকা
চেতনার শেষতলে।
ঘরে ঘরে ঘরবাঁধা ;
বাঁধাধরা বাঁধাপড়া
সেই কথাসুরে।
সংসার-সীমান্তে যেথা
ঋতুদের আসা-যাওয়া
প্রকৃতির হাত ধরে,
মুক্তির সাধনায় সেথা আজও
সেই বেদগান ।
কত শৈলী,চিত্রকলা, নৃত্য,সৃষ্টি নিত্যই
দুঃখের পথে চলা জীবনের ঝোলা কাঁধে
পৃথিবীর পথে আজও মেগাস্থিনিস ঘোরে।
মানবের স্তর ছেড়ে সপ্তর্ষিমণ্ডল ছোঁয়া যেথা
গ্রহ-উপগ্রহ আজও মুগ্ধ সেই স্তুতিভাষে,
তারাদের ছায়াপথে সূর্যরথযাত্রাপথ
এত এত যুগ ধরে চলে একই ভাবে।
ইতিহাস রচনাসাগর জল
জীবন-কালের ভরে মিশ্রিত সরবত;
এ কালও সে জলপান করে।
২| সবার রবীন্দ্রনাথ
জীবনধারা কাজেই হারা
মুক্তি মন-আহার,
রবীন্দ্রনাথ সবার তিনি
সর্ব সমাহার।
চিন্তা ছবি গল্প কথা
বাতাস মাটি পথ,
ভোরের আকাশ নাটক রবি
মুক্ত আলোর রথ।
কবির চলা জীবনী দূর
সুর সে কবেকার,
বেলা সে তো অসীমে রাগ
সময় কাল-আঁধার।
বিস্ময়ে মেঘ প্রাণের পাড়া
আনন্দ মনস্নান,
রবীন্দ্রনাথ ব্যথার আলো
রোজ এ জীবনদান।
সকল চলা কালের খেলা
সবখানে তার স্থান
আকাশপারে প্রেমের দ্বারে
গভীর সে সম্মান।
এখন সমাজ দ্বন্দ্ব মাপা,
রুদ্ধ ভাবনা মত,
যাত্রা কবির আর কতদিন
ছোঁয়াবে ফুল রথ?