কবিতায় বলরুমে অমিতাভ সরকার

ভোটের কবিতা
আজকে রাস্তা অনেকখানি ফাঁকা
ভোট নেমেছে সংস্কৃতির ঘরে
সকাল সন্ধ্যে জোট নিয়ে মোট বাঁধা
সন্ধানী মেঘ ভয় মনে কাজ করে
ছবির ঘরে জবাই হচ্ছে কত
যুদ্ধে যন্ত্রী সময়ের আরও কাছে
ঘরের মধ্যে দরজা বন্ধ মতও
শরীর ছাড়া দেওয়ারটা কী আছে
উৎকণ্ঠার ঘাতক প্রহর রাজ
পছন্দ তার তেলা মাথায় তেল
ভালোবাসা রং ভুলে তরজায়
ফলাফলের সুবিধা পাশফেল
ছুটছে জীবন নির্বাচনের পাড়া
রাতের আকাশ আলোয় আলোকময়
সবার আগে পরিচয় তো মানুষ
তার থেকে কেউ মনোক্ষুণ্ণ হয়!