গদ্যের পোডিয়ামে অমিতাভ সরকার

মরণভীড়
এই গরম
ট্রেনের বেহাল অবস্থা
অসহায় চেহারাগুলো পেটের দায়ে বাদুড়ঝোলা হয়ে যাচ্ছে
একটা দিনও ছাড় নেই
প্রাণ হাতে করে নিয়ে যদি এভাবে যেতে হয়, দুশ্চিন্তা থাকে, সুস্থ শরীরে ফিরতে পারবে কিনা,
সেই দেশে আসল জায়গায় মাথা -ব্যথা না করে অহেতুক বিষয়ে এত মাথা কেন?
লাইনে কাজ…
রাত দুটো, তখনও ৪ নং প্ল্যাটফর্মে গিজগিজ করছে লোক, ঠেলাঠেলি, মারপিট,
দাঁড়ানোর জায়গাটুকুও নেই
মরে গেলেও কেউ বুঝতে পারবে না
প্রতিদিন লক্ষ লক্ষ নিত্যযাত্রী
মানুষগুলো কি বাড়ি ফিরবে না?
এঁদের ঘরেও তো কেউ না কেউ…