কবিতায় বলরুমে অমিতাভ সরকার

অগ্নিপথের যাত্রী
মানুষটাকে যারা জানে, মনে-প্রাণেই জানে।
এতখানি বোধহয় উনিও জানতেন না।
এটা নিয়েও তখন কেউ কোনোদিন কিছু ভাবেও নি।
তবুও,
চলে যাওয়ার এত বছর পরেও শ্রদ্ধার ওই পথ দেখলে আজও সময়ের চোখে জল নামে।
যারা ভুল বুঝেছিল, তারা এখন বুঝতে পারে যে সেদিন তাদেরই বোঝার ভুল ছিল।
৬ ফুট ৪ ইঞ্চি একটা সংখ্যামাত্র।
সংখ্যায় সবটা বলে কি!