কবিতায় বলরুমে অমিতাভ সরকার

ওঙ্কার

লেখাটার জন্য সে সময় খুব চেষ্টা করেছি

সুনীল থেকে সুভাষ
উৎপল থেকে মল্লিকা

নাওয়া খাওয়া ভুলে পড়েছিলাম

ঘুরেছিও অনেক

এ দাদা থেকে ও দাদা
কফি হাউসের কফিও বেশ মিষ্টিই লাগতো

অনেকদিন পর নিজেরই যখন আর মনে নেই
ফেসবুকে হঠাৎ চোখে পড়লো –

কে যেন বলেছিল, কবিতাটা ভালো হলেও কবির নামটা এর সঙ্গে খাপ খায় না বলে, তখন …

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।