কবিতায় বলরুমে অমিতাভ সরকার

দৃশ্যের জলরঙে
আমি একটা গাছ পুঁতেছি
ঘরের জানলার কাছে
পরশু আলো জল দিয়েছি
কালকে মনের খাবার দিয়েছি
আর আজকে একটা পাতা গজিয়েছে
শনিবার বৃষ্টি হয়েছিল
আকাশের রাগ ছাপিয়ে
মাটি ভরে গিয়েছিল মেঘের না বলা কথার ঘামে
সবাই ভিজেছিল
কিন্তু কেউ জল মাখেনি
একা,পাখিটাই শুধু…
তাই দেখে আরেকটা পাখিও
নদীর ঠোঁটের মধ্যে নুনের কাটা ঘায়ের ছিটে
ওদেরও তো আশ্রয় দরকার
গল্প শুরুর আদিম আশ্রয়
ভালো করে না বললে এখন কে আর কাকে…
শান্তির ঘর বানিয়েছিলাম
সময় ভেঙে দিয়েছে
ভাঙা ঘরে কেউ থাকে না
ভূত থাকে
গাছ কাটলে বৃষ্টি হয় না
কষ্টগুলো তেমনই থাকে
কেউ ভুলিয়ে দিতেও আসে না
আমার গাছ বাতাস দিচ্ছে
বাগানের ঘাসগুলো আঁকা শিখবে বলে
অনলাইনে ছাতার ছবি দেখছে
না খেয়ে শুধু জলরঙ দিয়ে আর কতটা জল বাড়ানো যায়
যা কিছু সবই তো জলমেশানো
ভাবনার জলের তলায়।