কবিতায় অনিন্দিতা সেন
by
·
Published
· Updated
সাঁঝবেলা
সূর্য্য মিলেছে যেথায়
রৌদ্রচ্ছটা রক্তিমাভায়,
বয়ে চলা নদীগান অবিরত
মাঝে পড়ে থাকা সবুজ অবিন্যস্ত।
বাহুডোরে বাঁধবে বলে
উন্মুখ কস্তুরী মেঘ,
শিরায় শিরায় আগুন ধরায়!
মাতাল প্রেম নিবেদনের এই অপূর্ব খেলা,
সোনালী গোধূলি বেলা,
বন্ধ দরজা খোলে বারংবার!
ফুল হয়ে সাধবে বলে
কুমারি বনজ কলি
আবেশের হলুদ পরাগ ছড়ায়!
রোমাঞ্চিত অজানা শিহরণ
শুকনো পাতার মর্মর,
প্রেমময় সাঁঝবেলায়
অতি ধীরে নৈঃশব্দ ছড়ায়!
জাগে ঘুমন্ত বন
বার্তাবাহী হোয়াইট স্টর্কের পাখায়,
মিলিয়ে যে যায়না মিলায়
হেথা নয়, হোথা নয়, অন্য কোথায়!