কবিতায় আকাশ সাহা

একা হয়ে যাওয়া
একা হয়ে যাওয়া কতদূর আমাকে একা করে দিতে পারে সেকথা ভেবে দুঃখ হয়
বাবার মুখ মনে পড়ে
কিছু হবে না জেনেও মাঘ মাসের পূর্ণিমায় এত সুন্দর আলো কে জ্বালিয়ে ধরেছে?
এবার সারারাত তোমার গর্জন
অতিথির মতো অবিরাম বৃষ্টি
কানের ডাক্তার বলেছেন, এ শব্দে ঘুম ভেঙে যাবে না
কিন্তু,
যৌবনের ফুল চন্দন কোথায় রেখে চলে গেলেন?