কবিতায় অগ্নিশ্বর সরকার

মিরাকেল
অনেকদূর!
তবু দূরে নয়-
রাতের শ্যাওলা, ভোরের ঝিঁঝিঁ,
তারারাও আজ বহুদূর।
স্বপ্নের শেষ সীমানায় খুঁজেছি তোমাকে,
ভোরের শিশিরে মুখ ধুয়েছি-
বাতাসের ঢেউয়ে চুল সাজিয়েছি।
পথের শেষ সীমানায় চেয়েছি-
আবারও একটা মিরাকেল হোক।
অপরাহ্নের চুরি যাওয়া আলোতে
অপেক্ষা করেছি, শুধুই অপেক্ষা করেছি
সেই মিরাকেলের,
দেখা মেলেনি। কবুল হয়নি কোনো আকুল দোয়া।
আজ মৃত্যুর দোরগোড়ায় অপেক্ষার সময়
অপেক্ষা করিনি, দোয়া করিনি,
নিষ্ঠুর হাতে গলা টিপেছি-
বহুদিন আগের সেই মিরাকেলের।