কবিতায় বলরুমে অমিতাভ সরকার

কুজ্ঝটিকা
সুখ আর অসুখে শরীরের সব অঙ্গগুলোর মধ্যেই দ্বন্দ্ব
এ শোনে তো, ও…
সবদিক বাঁচিয়ে চলতে গিয়ে মন নিজেই যে কবে মরে গেছে
বুঝতেই পারেনি
এক-একটা দিন যাচ্ছে
ফুলগুলো আরও একা হচ্ছে
সময়টাও আর নাম ধরে পথ আটকায় না
ঘরের মধ্যেও কেউ আর নেই
যারা আলো ভরাতো সব্য
বাঁশি বাজাতে গেছে
পড়ে আছে শুধু একা সেই
তাই আজও রবীন্দ্রসঙ্গীতে কথা ভুল হলে বড় কষ্ট হয়
প্রেম অনুগত হতে চেষ্টা করে
কূল খুঁজে পায় না
বোধ নিরস্ত হয়
সংবাদ চলতে থাকে।