কবিতায় পদ্মা-যমুনা – তে আনোয়ার রশীদ সাগর
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
স্বপ্নময় গল্প
রাতের আঁধারে শিশিরগুলো বৃষ্টি হয়ে যায়
জলের ঢেউ ওঠে সমুদ্রের গহীনে
উতাল চাঁদের মুখ জ্যোৎস্না ছড়ায়
গ্রামের অলি-গলি ঘুরে ঘুরে
ভবঘুরে কৃষাণীর শ্রম চুরি হয় দুপুরে
সে এক গল্প বটে-
কৃষাণীর যৌবনী গল্প…
জোছনা-স্নাত রাতে ঝাপড় খেলার মত
দুঃখগুলোর নীরব লড়াই
বৃক্ষভবনে তুমুল কষ্ট
ঘাসের নিচে অগ্নিজলের নাচন
ফাঁক-ফোঁকরে ছুঁয়ে-ছুঁয়ে আঁধারের শাসণ
শিউলী তলায়-লাউয়ের মাচায়
আকন্দ-গন্ধ
শেষ-মেষ, উজাড় হয় জীবনের সব।-
না থাকে মাচা,না থাকে জোছনা;
বৃষ্টি পড়ে রাতভর…
ভোর আর হয় না,শুধু মেঘ আর মেঘের আনা-গোনা জীবনভর
আঁচলের শস্য ফুলে-ফেঁপে
ছড়ায় দূর্গন্ধ আকাশময়।