কবিতায় পদ্মা-যমুনা তে আনিসুর রহমান জুয়েল

তোমার শরীর পাথর গলানোঃ
তোমার শরীর পাথর গলানো
কথা শোনে না
বাঁকা নদীর ভীষণ জল
অবসাদে বয়ে চলে একা ।
উপবাস শরীরের ভাঁজ
তবু ও অনুগত
বৃষ্টি ভেজা স্নিগ্ধ চাঁদের নাভি
মায়াবী সবটা ।
বৈশাখ খুলে দেয় শরীরের হালখাতা
ঝরা পাতায় ঢাকে
স্পর্শ গুলো
ইচ্ছে গুলো জীবনের কথা হয়ে উঠে ।
শজনে পাতায় ঝুলে থাকা শজনে ডাঁটা গুলো
কোল বালিশে গুঁজে থাকা
চোখ কচলানো ঘুমে জেগে ওঠে
বাতাসে দোল খায় ।
বসন্ত ফাল্গুন গেছে
চৈত্রের রঙে দহন শেষে
অপ্রাপ্তবয়স্ক বৈশাখ আসছে
তোমার বিরহে নীল হয়ে আছি
পুরনো ক্যালেন্ডারের পাতা উল্টিয়ে
নতুন পাতায় নতুন দিনে
তোমাকে শোনাতে ইচ্ছে করছে
আমি ছাড়া তোমাকে ডাকার কেউ কি আছে ?