অণুগল্পে অনুপ্রসাদ রায় চৌধুরী

মশা ও কিছু উপলব্ধি

একটি পলাতক মশাকে মেরে কী লাভ। ও তো এমনিতেই হেরে গেছে। যেটি আপনাকে আক্রমন করতে এগিয়ে আসছে ওকে মারার চেষ্টা করুন। যদি সফল হন তবে ভাবুন, আপনার আর ওর সামর্থ্য ও বুদ্ধিমত্তার কথা। আরও ভাবুন আমরা কী পেরেছি, আমাদের কর্তব্য, কর্ম, মননে এক হতে? আমরা কী সমস্তটা উজাড় করে পরিশ্রম করতে পেরেছি/পারছি, নাকি পরিশ্রম করার অভিনয় করছি। জীবনের প্রতিটি ক্ষেত্রে এটাচমেন্টটা জরুরী, ডিটাচমেন্টটা হলো হেরে পালানোর সামিল।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।