T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় অর্ঘ্য রায় চৌধুরী

ঘাতককে বলা কথাগুলো
অন্ধকার ছিল
তোমাদর সরীসৃপ হাসি, নির্জনতা
অন্ধকার আছে, তাই ডানা মুচড়ে
ভেঙে দেওয়ার সাহস দেখাও তোমরা
হন্তারক, তোমরা ক্লীব
তোমাদের সন্তর্পনে চলা, তির্যক হাসি
ফিসফিসে স্বর, ও মুখোশ
তোমাদের অমানুষী খেলায় যে আজ নেই
সে এখনো প্রবলভাবে আছে
ঘুমের মধ্যে আসে, জ্বলে ওঠা চোখের
জল রক্ত বৃষ্টি হয়ে নেমেছে শহরে
মুখ ঢাকবে কোথায়?
পালাবে? কতদূরে?
সীমান্তের ওপারেও জেগে আছে ওরা
দশ দিকে দেখো আজ বসেছে পাহারা
ঘাতক, তোমাকে আজ বলি
যার তুমি কেড়েছো বন্ধু, যার সন্তান
তারা সব অগনন, অসংখ্য বোমারু বিমান।