কবিতায় আপন রায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ডানা দুটি
হাতড়ে হাতড়ে শেষে এই-ই পেলাম, মানুষের
শরীরেও পাখিদের হাড় আছে। ডানা দুটি
নেই এখন সাথে। ছিল। ডানা দুটিও
ছিল। হারিয়ে ফেলেছে।
পাওয়া যেত, একটু চেষ্টাতেই খুঁজে পাওয়া যেত
এখানেই তো হারিয়েছে। কোথায় আর যাবে!
অথচ, কেউ খুঁজেই দেখছে না।
আদতে, কেউ বিশ্বাস করতে পারছে না নিজেকে
আসলে, মানুষ বিশ্বাস-ই হারিয়েছে! একবার,
শুধু একবার খুঁজলেই পাওয়া যেত, আর
মানুষ উড়ে যেতে পারতো আকাশে…