কবিতায় অরণ্য রহমান

মায়াডোর
সে এবং দূরত্ব
নিতান্তই পাশাপাশি।
খুব বৃষ্টি হলো আজ, মন ভিজলো প্রতি ফোঁটায় ফোঁটায়
একান্তে ফুসে উঠলো অতলের
সাময়িক প্রশমিত শিখা।
ঔদ্ধত্যের সীমা ছাড়িয়ে যাক, বৃষ্টি হোক আরো
এ শহর
যদি ডুবে যায় আজ –
যাক না।
আমি কিছুক্ষণ তার বুকে মাথা রেখে-
কিছু উষ্ণতা নেবো।