কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

কেউ নিঁখোজ হলে
কি শীত কি বর্ষা এক সাথে থেকে যাই,
করোটিপ্রেম গভীর হলে খামারের ফসলে পোকা ধরে।
তুমি নিভে যেতে না-দিলে——নিভবো না,
পাহাড়ের প্রতিধ্বনিও শুনব না।
দেহের সর্বত্র আগুন, তেতে আছে আগুন, রক্তে,
প্রভূত রক্তে।
আমি রক্তের হয়ে তোমাকে প্রতিজ্ঞা করেছি,
উড়বো না, উড়তেও দেবো না।
জ্বলবো না, জ্বালাবো না, জ্বলে, নিভেও যাবো না,
প্রতিধ্বনির ভেতর একটি বৃক্ষ হয়ে থেকে যাবো, যদিও।