T3 || বিশ্ব কবিতা দিবস || সংখ্যায় আবদুর রাজ্জাক

আমি তোমার ব্যথা শুনে কিছুই করিনি
তুমি জানলেই না সিঁড়ি ভেঙে পা ভেঙে চুপ করে আছি।
ফিরে যাওয়া হবে না, কূলে কূলে যত ভুল,
তার চেয়ে বরষায় আকুল তুমি।
কোথায় যাবো! কোথায় যাবো না কেউ বলেনি তোমাকে?
আমরা সিঁড়ি ভেঙে পড়ি, আমাদের ক্ষুধার আগুন
মর্মে গিয়েছে পৌঁছে
আমি ব্যথায় কাঁদি আর মৃত্যু প্রার্থনা করি,
আমরা কূলভাঙা মিথ্যের নদীতে সাঁতার কাটছি,
কোনো মানুষ দীর্ঘ সময় মিথ্যে নাবলে থাকতে পারে না।
তুমি শেখালে আগুনের শেষ অংশ ভয়ানক বিপজ্জনক!
উনুনে আগুন নেই, কে তোমাকে করেছে হরণ!
আগুন খেয়ে আগুন ডাইজেষ্ট, করেছি।
অন্ধকার খেতে পারিনি, জাল পেতে মাছ ধরেছি, মীনগন্ধে ডানাভাঙা পাখির মতো লুটিয়ে পড়েছি, পাহাড়ে।
তুমি সুখও স্মৃতির ওপারে,
কোথায় থেমে যেতে হবে কখনও বলোনি।