কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

ক্ষমা ছোটো একটি শব্দ
ক্ষমা শব্দটি খুব ছোটো, তোমার কাছে।
তোমার ছায়া আছে বলেই টিকে আছি, একা।
ধীরে ধীরে ফুটে তোলো ফুল, সুতার।
বিস্ময়ে বলি:
এতোদিনেও তুমি ভুলে যাও নাই সুচিকর্ম ফুলের,
সুতোর অভূত মায়া কিভাবে অন্তরে ধরে রেখেছো?
হাজার হাজার কথা লিখে রেখেছি, হাজার হাজার শব্দের ফুল,
হাজার হাজার যত্ন তুমি মুখে তুলে দিয়েছো,
মায়ের যত্ন এভাবেই আশা-আশা মর্ম ভেদ করে যায়।
আগুনটা ঠিকমতো জ্বললেই হলো,
না-হলে তুমিই জ্বালিয়ে দিও,
আমি অরণ্যে কাঠ আনতে যাবো, তুমিও যাবে,
তোমার বাবাও যাবে , কারণ সে কড়িকাঠ চেনে,
কাঠের প্রকার চেনে, মানুষের প্রকার চেনে।