রবি ঠাকুরের আফ্রিকায় আমি স্রষ্টা কে চিনেছি,
দেখেছি তার ‘রুদ্র সমুদ্রের বাহু। ‘
আমি হতে চেয়েছি দারুচিনি দ্বীপের রাজা,
কিম্বা চেয়েছি হতে ‘ বিদর্ভ নগরে ক্লান্ত প্রাণ এক। ‘
আমি আশা দিয়ে ঘর বেঁধেছি,
তবু বারে বারে হয়েছি ব্যর্থ ‘ আশার ছলনে ভুলি। ‘
কখনও ভেবেছি আমি সাইক্লোন, হয়ে উঠেছি বীর
‘ চির- বিস্ময় আমি বিশ্ব- বিধাত্রীর। ‘
আমি দেখেছি আজ
‘ আকাশ কটাহে ধুম্র মেঘের ঘটা, ‘
দিয়ে গেছি তবু ‘নব বিধানের আশ্বাস। ‘
ছাড়িনি কখনও হাল।
কখনও হয়েছি আমি ভিখারী,
ছুটি দিয়েছি পদ্যকে,
পূর্ণিমার চাঁদ কে মনে করে নিয়েছি
‘ ঝলসানো রুটি। ‘
প্রয়োজনে আমি হাতে তুলে নিয়েছি বেয়নেট
তবু ভুলিনি আমি বলতে তোমায়
‘ কাস্তেটা ধার দিয়ো বন্ধু। ‘
এমনও বহু দিন গেছে অপার মুগ্ধতার,
যেতে গিয়ে থমকে গেছি
মনে পড়ে গেছে~ THE SOLITARY REAPER
কখনও আবার রক্ত গরম হয়ে ফুটে উঠেছে,
মনে হয়েছে খুন করি ম্যাকবেথ কে,
হয়ে যাই ইতিহাসের পাতার চিহ্নিত হন্তারক।
কতো রাত কেটেছে এমন, জেগে উঠেছি বহুবার,
আমায় কেউ বলতে শুনেছে উচ্চঃস্বরে-
‘ হঠাৎ নীরার জন্য। ‘
না না আর নয়, আর কিছু দেখবো না।
স্বপ্ন যদি আসে মনে,মেরে দেবো তাকে গলা টিপে
সেই ক্ষণে ।
তখন বলব আমি, নাম না জানা আমি এক পথিক
স্বপ্ন হীন, লক্ষ্য হীন, রাস্কেল এক চরিত্র
হেঁটে চলেছি, সেই চেনা পথে, যে পথে অনেকে হাঁটে, স্বপ্নে কিবা বাস্তবে।।