কবিতায় পদ্মা-যমুনা তে আবদুর রাজ্জাক

প্রদোষে জড়মেঘে স্বেচ্ছামৃত্যু

আমার পরিণতি আমি নিজেই নির্মান করেছি,
নিজের ছায়া ভাঙচুর করে নির্মাণ শ্রমিক
নির্মান করেছি এক অসীম শূন্যপ্রবরতা।

বলেছিলে শূন্যতার ছায়া আছে,
ঘুমতরলের মেঘে রয়েছে শাদা রজনী গন্ধ্যা,
গন্ধটা উৎকট।
হাওয়া ঘেরা রাত,
দেখা না
হলেও শোনা যায় অদ্ভুত আলোয়,
ভালো আছো নিশ্চয়।

নিজের ভুল কি নিজে কাঁধের তুলে নিয়েছি,
তোমার সম্রাজ্যে
প্রবেশ করিনি লজ্জাবশত,
সেই থাকা না থাকা শূন্য খাঁচায় ,
কার্পাশ তন্তু জড়িয়ে স্তন্যদায়ী মা হয়েও তুমিই আমার
প্রথম প্রেমিকা,

প্রদোষে জড়মেঘে স্বেচ্ছামৃত্যু,
দিবসটি উৎযাপন করেছি গৃহে গৃহে।
এতো উর্মি -উজলা যার ছায়াবিথীর খানিকটা অগ্নিপ্রবন
মা,
আমার সোনালি দুখিনী মা,
তুমি এখনও আমার অনন্ত আনন্দ বিকিরণ,
আমার গুপ্তগুহার ক্ষুদ্র পরিসর।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।