|| বাইশের বাইশে শ্রাবণ একটু অন্যরকম || বিশেষ সংখ্যায় আবদুর রাজ্জাক

নিত্যবিলাসের নিমফল
দূরে যেন তুমি বয়ে যাও রাতে, যেন তুমি গেয়ে যাও পূর্ণিমা, দূর থেকে শোনা যায় শাদা নিমফল কিংবা কোনো ব্যথিত বকুল, কী তার আকুলতা!
স্তব্ধ হয়েও যেন —— দূরতর দূর।
এতো সুখ আমি কোথায় রাখি! আমার এই সুখ তোমাকে দুঃখবিলাসে নিয়ে যায়।
তুমি আমার রবীন্দ্র সন্ধ্যা, সন্ত সন্ধ্যা, সেই সন্ত সন্ধ্যার এক আকুল নদী, আমাদের নদী,
বৈশাখে সেই নদীতে শুধুই হাঁটুজল থাকে, আর
বকুল ফোটে এক অপূর্ণ নামে।
সব প্রশ্নের তুমি আমার সুগন্ধ বকুল, দখিনা বকুল, আগে থেকেই ফুটে থাকো ডালে।
রবীন্দ্রনাথ শিউলি চিনতেন, আমি বকুল, তোমার বকুল, তুমি——বিদেশীনী নও, তুমি রবীন্দ্রনাথের সেবিকা,
তার গানের সেবিকা।