গদ্য কাব্যে অমিত পান্ডে

শারদীয়া
তুমি নাকি অসুর নিধন করেছিলে?
শুভ র সঙ্গে অশুভের লড়াইয়ে অসুরের রক্তে নাকি সেদিন লাল হয়েছিল তোমার ত্রিশূল?
যদি সত্যি ও হয়, তবে বোধহয় সেই রক্তের দাগ ফিকে হয়ে গেছে এতদিনে।
ফিনিক্স পাখির মতো শয়ে শয়ে অসুর জন্ম নিয়েছে এখন, তাও আবার তোমার বাপের বাড়ির দেশে। হয়তো সেদিনের অপমানের বদলা নিতে?
পার্ক স্ট্রিটের সুজেট, দিল্লির নির্ভয়া রা এখন অতীত।
কারো শাস্তি হয়েছে, কারো বা হয় ও নি। মানুষ যখন হাঁফ ছেড়ে বেঁচেছে অসুর নিধন হলো বলে, ঠিক তখনই, এই তো কদিন আগেই মনিপুরে রাস্তায় তোমাকে উলঙ্গ করে হাঁটিয়ে সে কি জয়োল্লাস অসুর দের।
রাজা চুপ। গদি না অসুর নিধন? কারণ রাজা নিজেই তো উলঙ্গ।
যদি সত্যি ই সেদিন তুমি অসুর নিধন করে থাকো, তাহলে আর একবার মেরে দেখাও দেখি। চক্ষু কর্ণ সার্থক করি। বিশ্বাস করি তোমায়।
যেন অন্তর থেকে মানতে পারি মহালয়ার দিন টিভির পর্দায় শুধু যুদ্ধ যুদ্ধ খেলা নয়, সবাই চুপ থাকলেও তুমিই সত্যিকারের অসুর নিধন করে শুভ শারদীয়া নিয়ে আসতে পারো সকলের জন্য।