কবিতায় অমিত পান্ডে

তোমার অপেক্ষায়
জীবন যদি একসাথে না চলে হারিয়ে যায় আমাদের থেকে,
আজ থেকে বহুদিন পর অচেনা রাস্তায় যদি হঠাৎ দেখা হয় পারবে কি ফিরে যেতে হাতে হাত রেখে?
হয়তো অনেক নদীর জল গড়িয়ে যাবে , হয়তো সমাজ বাধা হয়ে দাঁড়াবে তোমার, পারবে কি সেইদিন ফিরে আসতে আবার?
পারবে কি একসাথে চলতে
আবার, সেই চেনা রাস্তায়
পারবে কি আর ভালোবাসতে?
আমি শুধু এইটুকু জানি,
একই রকম থাকবে তোমার আগের জায়গা খানি,
পাখিও গাইবে গান একই ভাবে আজও পাখি যেই গান গায়, আমিও থাকব জানি একই ভাবে শুধু তোমার অপেক্ষায়।