T3 || লক্ষ্মী পুজো || সংখ্যায় অঙ্কুশ পাল

লক্ষ্মী
আমি কোনো এক ধান ক্ষেত থেকে উঠে আসা
সদ্য কাস্তাহত ধানের ছড়া, পিপাসায় পুষছি গলা,
আমি চিরপিপাসিত কন্ঠ!
হে চাষী, আমায় বিকিয়ে দেবে?
আমি সেই স্পন্দন, যা শুনবে বলে,
তুমি বৃষ্টি চেয়েছিলে, চেয়েছিলে রোদ।
হে বন্ধু, আমায় বিকিয়ে দেবে?
আমি পণ্য, আমি পন্থা, আমি অন্ন, আমি অনন্যা,
আমি স্পর্ধা, আমি শক্তি, আমি ক্ষুদ্র, আমি ভিক্ষা!
আমায় ছোঁবে বলে, রোজ পাশ দিয়ে হেঁটে গেলে,
তবে কি আমায় ভুলে গেলে? আমি নগণ্য?
হে প্রেমিক, আমায় ভুলে গেলে?
আমি কোনো এক ধান ক্ষেত থেকে উঠে আসা
মাতৃহারা কন্যা; হে পিতা, আমায় বিকিয়ে দেবে?
কালের স্রোত খরস্রোতা, সবাই হারিয়ে যায়,
শুধু থেকে যাই আমি। আমি জাতিস্বর,
হে ঈশ্বর, আমায় বিকিয়ে দেবে?