অণুগল্পে অমিত পান্ডে

পাগল
ছেলেটি বাস স্ট্যান্ডে চুপ করে বসে থাকে। একমুখ দাড়ি, উস্কোখুস্কো চুল আর পরনে ময়লা জামা কাপড় । তবে হাঁটাচলা খুব দৃপ্ত। নিজের মনেই কথা বলে।
শুনেছি ছেলেটি কাউকে মন থেকে ভালোবেসে ছিল। কিন্তু প্রেমহীন এই সমাজ ছেলেটির ভালোবাসা কে প্রত্যাখান করেছিল আর ছেলেটির স্নায়ুতন্ত্র টি নাকি তখন থেকেই একটু একটু করে নষ্ট হয়ে গিয়েছিল।
আচ্ছা মন থেকে কাউকে খুব ভালোবাসলে কি তাকে পাগল হয়ে যেতে হয়?
ছেলেটি আপন মনে মাঝে মাঝেই রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক গার্ডের কাজ করে। হয়ত শুধরে দিতে চায় সমাজ ব্যবস্থা টা কে?
যখন তখন রাস্তায় যার তার সঙ্গে চিৎকার করে ওঠে।
যেন সমাজে চলা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ই তার এই প্রতিবাদ। সমস্ত সিস্টেম টা কে যেন একাই বদলে দিতে চায় মনের মত করে। যদিও পাগল বলে সেই প্রতিবাদের কেউ কোনো মূল্য দেয়না। কিন্তু ছেলেটি হয়ত সত্যিই এই আবর্জনা ভরা সমাজ টাকে মন থেকে আবর্জনা মুক্ত করতে চেয়েছিল। তার মনে হয়ত একটা সুন্দর সমাজের স্বপ্ন এখনো আগের জন্মের স্মৃতির মত ক্ষীণ আলো ফেলে?
একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখা ও কি তাহলে অপরাধ?
তাহলে ও কি তাকে পাগল হয়ে যেতে হবে?
নাকি প্রতিবাদ করলেই জোর করে পাগল করে রাখা হবে সবাই কে এই আবর্জনাময় সমাজের মুখোশের আড়ালে?