কবিতায় অমিত পান্ডে

শিকড়
শিকড় কোথায় খুঁজছ বন্ধু
শিকড় কোথা কে জানে,
সবাই তো রোজ ছুটেই চলেছি
শিকড়ের সন্ধানে।
পৃথিবীতে সব এসেছি তো একা, যাব ও একাই ফিরে,
মিছিমিছি কেন শিকড় কে তবে খুঁজব জীবন জুড়ে?
নিদ্রা হয়ত কারও বা আজকে
গোলাপ বিছোনো খাটে,
কালকেই তাকে খুঁজে পেতে পারো, ফুটপাতে পথেঘাটে।
জীবন কাউকে যতটুকু দেয়
নেয় ঢেড় বেশি কেড়ে,
মূর্খ আমরা বুঝতে পারি না
অহঙ্কারের জেরে।
যতদিন বাঁচি ভালোবেসে যাব
এইটুকু শুধু জানি,
পরের প্রজন্ম যদি খুঁজে পায়
আমার শিকড় খানি।